আন্তর্জাতিক ডেস্ক ॥
কোলে ছোট্ট সন্তান। হাতে ব্যাগ আর পারিবারিক ছবি। পিঠে ঘুমানোর মাদুর ও জিনিসপত্রের বোঁচকা। ছবিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শিল্পীর তুলির আঁচড়ে এখানে ট্রাম্পকে দেখা যাচ্ছে একজন উদ্বাস্তু হিসেবে। উৎখাত হওয়া ও বাস্তুহারা জীবনের অভিজ্ঞতা থেকে যিনি এই চিত্রকর্মটি এঁকেছেন, তিনি নিজেও একজন সিরীয় উদ্বাস্তু।
ট্রাম্পকে উদ্বাস্তু হিসেবে কল্পনা করে তাঁর চিত্রকর্ম এঁকেছেন আবদাল্লা আল ওমারি। তিনি সিরীয় চিত্রশিল্পী। তিনি নিজে এখন বেলজিয়ামের শরণার্থী। তিনি বলেছেন, উদ্বাস্তু জীবনের অভিজ্ঞতা এ রকম আক্রমণাত্মক ছবি আঁকতে তাঁকে উৎসাহিত করেছে।
ওমারি বলেন, ‘প্রাথমিকভাবে অন্য সিরীয়দের মতো আমি আমার বাস্তুহারা জীবনের অভিজ্ঞতা ও ক্ষোভ থেকে আঁকতে চাই। পরে আমার উদ্দেশ্য পরিবর্তন হয়। মন চায় ক্ষমতাধরদের ব্যক্তিদের ক্ষমতার বাইরে নিয়ে গিয়ে দেখতে। কারণ, মানুষ তাদের দুর্বল হিসেবে ভাবতে পারে না।’
সিরীয় এই চিত্রশিল্পী ট্রাম্প ছাড়া আরও ১০ বিশ্বনেতার একই ধরনের ছবি এঁকেছেন। এই তালিকায় রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। ছবিগুলোর সম্প্রতি ঠাঁই হয়েছে দুবাইতে এক প্রদর্শনীতে।
ওমারি বলেছেন, বিশ্বনেতাদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন তাঁর উদ্দেশ্য ছিল না। তাঁদের মানবিকতাবোধ ফিরিয়ে আনাই ছিল উদ্দেশ্য।
প্রথম আলো থেকে নেয়া