শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তুর্কি সেনা-পিকেকে গেরিলা সংঘর্ষ: নিহত ১০

তুর্কি সেনা-পিকেকে গেরিলা সংঘর্ষ: নিহত ১০

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
তুরস্কের সেনাবাহিনী ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের মধ্যে দু দিনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে এ সংঘর্ষ হয়েছে। এর মধ্যে নুসাইবিন শহরে সংঘর্ষে আজ (সোমবার) এক সেনা মারা গেছে। সূত্র: রেতে।

নুসাইবিন শহরটি সিরিয়া সীমান্তে অবস্থিত এবং সেখানে গত মার্চ মাস থেকে তুর্কি সেনাবাহিনী লাগাতার কারফিউ জারি করে রেখেছে।

তুর্কি সামরিক বাহিনীর তথ্য মতে- গতকাল নুসাইবিন ও সিরনাক শহরে সেনা অভিযানে নয় গেরিলা মারা গেছে। সূত্রগুলো বলছে, গেরিলাদের সঙ্গে এখনো সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।

গত কয়েক মাস ধরে তুরস্কের সামরিক বাহিনী দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এছাড়া, ইরাক ও সিরিয়ায় কুর্দি অবস্থানে হামলা চালিয়ে আসছে তুর্কি বাহিনী। তুরস্কের সুরুক শহরে গত জুলাই মাসে বোমা হামলার পর থেকে তুর্কি সরকার এ অভিযান শুরু করে।