সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তুরাগ নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা

তুরাগ নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ঈদের আনন্দের পর মানুষকে বাড়তি আনন্দ দিতে গাজীপুরের কালিয়াকৈরের তুরাগ নদীতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা।
শুক্রবার (অক্টোবর ১৭) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকায় তুরাগ নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। মধ্যপাড়া ও বোয়ালীয় ইউনয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় লক্ষাধিক দর্শক নৌকাবাইচ উপভোগ করেন।
বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় উপজেলার চা-বাগানের মায়ের দোয়া নামের নৌকাটি বিজয়ী হয় এবং গাজীপুর সদর উপজেলার কাথোরা এলাকার খাজার দোয়া নামের নৌকা দ্বিতীয় হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার টাকা দেওয়া হয়।
মধ্যপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন তুলা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব মো. মোহসীন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মো. নাছিম কবির, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রমুখ।