সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > তুরাগ তীরে অবৈধ স্থাপনা দখলে তদন্তের নির্দেশ

তুরাগ তীরে অবৈধ স্থাপনা দখলে তদন্তের নির্দেশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা দখল মুক্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি ইংরেজী পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হলে শুনানী শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

পত্রিকার প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন হিউম্যান রাইডস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যান মনজিল মোরসেদ।

আদালদ তার আদেশে বলেন,আগামী ১ মার্চের মধ্যে গাজীপুরের চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন অঅদালতে জমা দিবেন।