শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলা; নিহত ২৯

তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলা; নিহত ২৯

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের ভোডাফোন এরিনা স্টেডিয়ামের কাছে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ২৯ জন নিহত ও ১৬৬ জন আহত হয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশকে লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়েছে বলেও কর্তৃপক্ষ ধারণা করছে।

এর মধ্যে একটি গাড়িবোমা ছিলো বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রত্যক্ষদর্শীরা বোমা হামলার পরে গোলাগুলির শব্দও পাওযা গেছে বলে জানিয়েছে। স্টেডিয়াম থেকে বের হওয়ার কিছু সময় পরই হামলাটি চালানো হয়েছে।

বোমা হামলরা নিন্দা জানিয়েছেন দেশটির  প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেফ এরদোগান। বলেন, এই হামলার চালানো হয়েছে আমাদের নিরাপত্তা বাহিনীে ও বেসামরিক নাগরিকদের টার্গেট করে। তবে কারা হামলা চালিয়েছে এই বিষয়ে কিছু বলেননি এরাদোগান।

এখন পর্যন্ত এ ঘটনায় ১০ জনকে আটক করেছে দেশটির পুলিশ। তবে এখনো কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পুলিশের ধারণা কুর্দি জঙ্গী গোষ্ঠী ও কথিত আইএস এ্ই হামলা চালাতে পারে। সাম্প্রতিককালে তুরস্কের বড় বড় শহরে হামলা চালানো হচ্ছে।

সূত্র: বিবিসি