শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তিস্তা চুক্তিতে জোর দেবে বাংলাদেশ

তিস্তা চুক্তিতে জোর দেবে বাংলাদেশ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দিল্লিতে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশ জোর দেবে। এছাড়া দুই দেশের সম্পর্ক জোরদার করতে আরও বেশ কিছু আলোচনাও থাকছে।

দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

হাইকমিশনের মিনিস্টার (প্রেস) এনামুল হক চৌধুরী বাংলানিউজকে জানান, দিল্লির জেসিসি বৈঠকে বাংলাদেশ তিস্তা চুক্তির বিষয়েই জোর দেবে। এছাড়া পারস্পারিক সম্পর্ক উন্নয়নেও বিভিন্ন আলোচনা হবে।

বৈঠকে যোগ দিতে বুধবার দুপুর ২টা নাগাদ দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পৌঁছানোর কথা রয়েছে বলে তিনি জানান।