সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তিন লাল কার্ডের ম্যাচে পিএসজির জয়

তিন লাল কার্ডের ম্যাচে পিএসজির জয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
লিগ ওয়ানের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইন জয় পেয়েছে লেন্সের বিপক্ষে। ঘরের মাঠে পিছিয়ে থেকেও ৩-১ গোলের জয় পায় পিএসজি।
পিএসজির হয়ে গোল তিনটি করেন ইয়োহান ক্যাবায়ে, ম্যাক্সওয়েল এবং এডিনসন কাভানি। আর লেন্সের হয়ে একমাত্র গোলটি করেন কোওলিবালি।
ম্যাচের ১০ মিনিটে গোল করে এগিয়ে যায় লেন্স। দলের হয়ে লিড নেওয়া এ গোলটি করতে কোওলিবালিকে বেগ পেতে হয়নি। গোলবারের বাম পাশ দিয়ে জোড়ালো শটে পিএসজির ডিফেন্ডারদেরকে ফাঁকি দিয়ে গোলটি করেন তিনি।
ম্যাচের ২৮ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান ক্যাবায়ে। ম্যাক্সওয়েলের অ্যাসিস্টে নিউক্যাসলের সাবেক এ মিডফিল্ডার পেনাল্টি এরিয়া থেকে গোল করেন। এর ৫ মিনিট পরে (৩৩ মিনিটে) দলের হয়ে লিড নেওয়া গোল করেন ম্যাক্সওয়েল নিজেই। ৩০ গজ দূর থেকে অসাধারণ একটি গোল করেন ম্যাক্সওয়েল।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি লাভ করে স্বাগতিকরা। এ সময় জিয়ান ফেলিপেকে লাল কার্ড দেখানো হলে লেন্স দশ জনের দলে পরিনত হয়।
আর পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন কাভানি (৫৫ মিনিটে)। উরুগুয়ের এ তারকা ফুটবলার গোলের উৎসব শেষ করতে না করতেই ম্যাচের ৫৬ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের দায়িত্বে থাকা রেফারি রেইনভিল কাভানির গুলি করা স্টাইলে গোল উৎযাপন করাকে মেনে নিতে পারেননি বলেই লাল কার্ড দেখান। ফলে দুই দলই দশ জনের দলে পরিনত হয়।
এছাড়া ম্যাচের ২৭ মিনিটে ও ৫৯ মিনিটে দুটি হলুদ কার্ড দেখায় লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় লেন্সের আরেক ফুটবলার জেরোমি লেমোজিনকে। এবারে নয় জনের দল নিয়ে খেলতে হয় অতিথিদের।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।