শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৩৭

তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৩৭

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
তিউনিসিয়ার এক পর্যটন অবকাশ কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় এ পর্যন্ত অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
কর্মকর্তারা জানান, সুস শহরের এক সমূদ্রতীরবর্তী হোটেলে এই হামলা চালানো হয়।
নিহতদের মধ্যে ব্রিটিশ এবং জার্মান নাগরিকসহ আরও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
হামলাকারীদের একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
যেখানে এই হামলা চালানো হয়েছে সেখানে ইউরোপ এবং উত্তর আফ্রিকা থেকে প্রচুর পর্যটক বেড়াতে যান।
বন্দুকধারীরা গুলি করতে শুরু করলে সমূদ্র সৈকতে আতংক ছড়িয়ে পড়ে। ডাবলিন থেকে বেড়াতে যাওয়া এলিযাবেথ ওব্রিয়েন দুই ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছিলেন সৈকতে।
তিনি জানান, গোলাগুলির শব্দ শুনে তিনি দৌড়াতে শুরু করেন।
যে অবকাশ কেন্দ্রে হামলা করা হয়েছে সেটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সেজন্যেই হয়তো বন্দুকধারীরা এটিকে টার্গেট করে।
তিউনিসিয়ায় মাত্র গত মার্চেই আরেকটি সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। রাজধানী তিউনিসের এক মিউজিয়ামে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করেছিল ইসলামী জঙ্গীরা।
সেই ঘটনার তিন মাসের মধ্যেই তিউনিসিয়ায় আবারও এরকম বড় ধরণের সন্ত্রাসী হামলা হলো। বিবিসি।