শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > তিউনিশিয়ায় ৫০ বাংলাদেশি আটক

তিউনিশিয়ায় ৫০ বাংলাদেশি আটক

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক॥ ভূমধ্যসাগরে নিজেদের সমুদ্রসীমায় ৫০ বাংলাদেশিকে আটক করেছে তিউনিশিয়ার কোস্টগার্ড। গত ৪ জুন বুধবার অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে তাদেরকে আটক করা হয়।

অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ওই ৫০ জন বাংলাদেশিসহ আরো ২৬৯ জনকে আটক করে তিনউনিশিয়ার কোস্টগার্ড। এদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। তারা বর্তমানে দেশটির একটি দ্বীপে আটক রয়েছে।

আটককৃত সব বাংলাদেশি লিবিয়াতে কর্মরত ছিল। তারা লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে সমুদ্র পথে আটককৃত অন্যদের সঙ্গে কাজের খোঁজে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল। ত্রিপোলি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে তিউনিশিয়ার কোস্টগার্ড তাদেরকে সবাইকে আটক করে।