সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘তালপট্টি বলে কিছু নেই’

‘তালপট্টি বলে কিছু নেই’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দক্ষিণ তালপট্টি নিয়ে অনেক কথা উঠছে। কিন্তু দক্ষিণ তালপট্টির অস্তিত্ব নেই। বিলীন হয়ে গেছে। জাপার শাসনামলে ভেসে উঠেছিল। আমি সেখানে যুদ্ধ জাহাজ পাঠিয়ে ছিলাম। তখন ভাটার সময় ভেসে উঠত। জোয়ার এলে আবার তলিয়ে যেত।

তিনি আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে রাজনীতিবিদ, সুশীল সমাজ ও কূটনীতিকদের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন।
এরশাদ বলেন, সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে আমাদের বিরোধ ছিলো। আল্লাহ আমাদের রহমতের মাস রমজান রহমত দিয়েছেন। সমুদ্রে বিজয় অর্জিত হয়েছে।
ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, বিকল্প ধারার মহাসচিব এমএ মান্নান অংশ নেন।
রাশিয়া, বৃটেন, সৌদি আরব, পাকিস্তান, নরওয়ে, তুরস্ক, ভুটান, কাতারসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত এরশাদের এই ইফতারে অংশ নেন।