শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তারেকের বিরুদ্ধে আরেকটি গ্রেফতারি পরোয়ানা

তারেকের বিরুদ্ধে আরেকটি গ্রেফতারি পরোয়ানা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরো একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ তারেকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন বিচারক।
গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মূখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত আজ আদেশের দিন ধার্য করেন।
গত বছরের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালেক ওরফে মশিউর মালেক দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় তিনি উল্ল্যেখ করেন-গত বছরের ২৯ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের বেতনাম গ্রিনইয়র্ক হলে এক আলোচনা সভায় বলেন, শেখ মুজিব বঙ্গবন্ধু নন পাকবন্ধু, তিনি জাতির জনক হতে পারেন না, তিনি হত্যাকারী। এইভাবে তারেক রহমান ইতিহাস বিকৃতি করে স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার এবং বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এর আগে, বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় হবিগঞ্জে, নাটোরে এবং কুমিল্লায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।