বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তারপরও দুর্দান্ত টটেনহ্যাম

তারপরও দুর্দান্ত টটেনহ্যাম

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ইউরোপা লীগে গত মওসুমে মস্কোর স্ট্যাডিও স্যাটার্নের মাঠে লিভারপুলকে হারিয়ে চমক দেখিয়েছিল রাশিয়ার ক্লাব আনঝি মাখাচকালা। এ মওসুমে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামকে একই মাঠে হারিয়ে চমক দেখাতে চেয়েছিল তারা। কিন্তু ‘কে’ গ্রুপে স্পারদের কাছে নিজেদের মাঠে তারা ধরাশায়ী হলো ২-০ গোলে। জার্মেই ডিফো ও ন্যাসার চাদলির প্রথমার্ধের গোলে এই জয় পেয়েছে টাটেনহ্যাম। এতে ইউরোপা লীগে টানা দ্বিতীয় জয় আদায় করে নিয়ে শক্ত অবস্থানই তৈরি করেছে ইংলিশ দলটি। এই মওসুমে চার ম্যাচে ৭ গোলে করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন ডিফো। ইউরোপা লীগে তার গোল সংখ্যা এখন ২১। দলের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে তার আর একটি মাত্র গোল বাকি। সর্বোচ্চ ২২ গোলে করে সবার ওপরে আছেন টটেনহ্যামের সাবেক স্ট্রাইকার মার্টিন চিভার্স।
মওসুমের শুরুতে রেকর্ড মূল্য ৬৮ মিলিয়ন পাউন্ডে টটেনহ্যামের তারকা গ্যারেথ বেলকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করে দেন আন্দ্রেস ভিলাস বোয়াস। অনেকেই মনে করছিলেন এতে দলটির শক্তি খর্ব হয়েছে। কিন্তু বিলম্ব না করে বেলের শূন্যতা পূরণ করতে সোলদাদোকে দলে ভেড়ান ভিলাস বোয়াস। তবে এদিন সোলদাদোকে মাঠে নামানোর কোন প্রয়োজন অনুভব করেননি বোয়াস। তাকে ছাড়াই তার দল ছড়ি ঘোরায় প্রতিপক্ষের ওপর। তবে রাশিয়ার ধনকুবের মালিকের গড়া আনঝির দুর্বলতা দেখা গেছে এ খেলায়। মওসুমের শুরুতে স্যামুয়েল ইতো ও ব্রাজিল মিডফিল্ডার উইলিয়ানকে চেলসির কাছে বিক্রি করে দেয়ায় বৃহস্পতিবার তাদের দুর্বলতা চোখে পড়ে স্পষ্ট। সেই দুর্বলতার সুযোগে খেলার ৩৪ মিনিটেই তাদের জালে বল জাড়িয়ে দেন ডেফো। ৪ মিনিট বাদেই টটেনহ্যামের ব্যবধান দ্বিগুণ করেন চাদলি। টটেনহ্যাম ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও আনঝি তেমন সমীহ জাগাতে ব্যর্থ হয়।
উইগানের প্রথম জয়
দিনের অন্য খেলায় মওসুমে ইউরোপা লীগে প্রথম জয়ের স্বাদ নিল ইংলিশ ক্লাব উইগান অ্যাথলেটিক। ‘ডি’ গ্রুপের ম্যাচে স্লোভেনিয়ান ক্লাব ম্যারিবরকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। নিজেদের মাঠ ডি ডব্লু স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম করেছে উইগান। প্রথমার্ধেই ম্যারিবরের জালে দু’বার বল পাঠিয়েছে তারা। ২২ মিনিটে নিক পাওয়েলও ৩৩ মিনিটে বেন ওয়াটসন দু’টি গোল করেন। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার বহু চেষ্টা করেছিল ম্যারিবর। ৬০ মিনিটে সেই চেষ্টার ফল হিসেবে ব্যবধান ২-১ করতে পেরেছে তারা। গোল করেন তাবারেজ। ব্যবধান কমিয়েও লাভ হয়নি ম্যারিবরের। দ্বিতীয়ার্ধের শেষ দিকে তাদের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন পাওয়েল।
শীর্ষেই সোয়ানসি
‘এ’ গ্রুপে টানা দ্বিতীয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান টিকিয়ে রেখেছে সোয়ানসি। ইউরোপা লীগে নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। আর এদিন তারা সুইস ক্লাব এসটি গ্যালেনকে হারালো ১-০ গোলে। গ্যালেনের মাঠে প্রথমেই স্বাগতিকদের এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ আসে। কিন্তু সোয়ানসির জার্মানির গোলরক্ষক গেহার্ড ট্রিমেল দারুণ একটি পেনাল্টি শট রুখে দিলে হতাশা বেড়ে যায় গ্যালেনের। উল্টো খেলার ৫২ মিনিটে ওয়েইন রোটলেজ তাদের জালে একবার বল জড়িয়ে দেয়। এতে দুই খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সোয়ানসি।
আনঝি ০-২ টটেনহ্যাম
ম্যারিবর ১-৩ উইগান
ক্রসনোদার ০-২ ভ্যালেন্সিয়া
সোয়ানসি ১-০ গ্যালেন