সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তারকাদের ঈদ

তারকাদের ঈদ

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥ ঈদ উপলক্ষে অনেকেই অনেক কিছু করতে ভালবাসে। ঈদকে ঘিরে তাদের থাকে আলাদা আনন্দ। সবাই চায় সবার থেকে ভাল জিনিসটি কিনতে ও পড়তে। তেমনি তারকারা কে কোথায় ঈদ করবেন এবং কে কি শপিং করেছেন, ঈদের দিনে কে কি পরতে পছন্দ তার বিশদ বিবরণ নিয়েই এই প্রতিবেদন ।

পপি : ঈদের শপিং এখনও করা হয়নি। তবে করব। ঈদের ঘরে সালোয়ার কামিজ পরতে আমার ভাল লাগে। বলতে পারেন এটাই আমার পছন্দ। বাইরে পরি শাড়ি। যদিও আমার আছে, তারপরেও ঈদ বলে কথা। নতুনতো কিনবোই।
সোনিয়া : ঈদের তিন দিন আগে পর্যন্ত আমি কাজে ব্যস্ত থাকব। তারপর টুকটাক শপিং করব। আমার ব্যক্তিগত কোনও পছন্দ নেই। মা পছন্দ করে যা কিনে দিবেন সেটাই আমি ঈদের দিন পরব। মা কি কিনে দিবেন জানিনা।
চম্পা : মেয়েকে বাদ দিয়ে আমার ঈদ অসম্পূর্ণ থেকে যায়। এবার ঈদে আমার মেয়ে জামাইসহ সপরিবারে দেশের বাইরে থাকবে। আমাকেও যেতে বলেছিল। কিন্তু আমি সবে মাত্র বিদেশ থেকে এলাম। কিভাবে যাব। আর ঈদ শপিং বলতে আলাদা কিছু করব না। বিদেশে যাতায়াতের মধ্যেই নানা ধরনের শপিং করি। আলাদা শপিং করার আর ইচ্ছা নেই। ঈদের সময় বিভিন্ন গিফট পেতে থাকি এবং গিফট দিয়েও থাকি।
সাইমন : আমি কিশোরগঞ্জে ঈদ করব। আত্মীয়-স্বজন দাদা, নানাসহ সবাইকে এবারের ঈদে কমবেশি গিফট করব। আমার আলাদাভাবে শপিং বলতে ছবির শুটিংয়ের জন্য সব সময়ই শপিং করতে থাকি। ঈদের দিন আমি পাঞ্জাবী-পায়জামা পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
আচল : আমি শাহেদ চৌধুরীর শুটিং করছি বান্দরবনে। ঢাকা ফিরে ভাববো ঈদে ঢাকায় থাকব, নাকি বিদেশে থাকব, নাকি খুলনায় থাকব। ঈদ শপিং বলতে, এখনও বুঝতে পারছি না কি করব। তবে কিছু কেনাকাটাতো হবেই।
বেবী নাজনীন : এবার আমি পরিবারের সঙ্গে ঢাকাতেই ঈদ করব। শপিং বলতে আমি বিদেশ থেকেই সব করে এসেছি। এবার ঈদে মা আমাকে সিলভার কালার একটা পোশাক দিয়েছে আর ঈদের দিন সেটাই পরব বলে ভাবছি।
প্রিয়ন্তী : ইটিশ পিটিশ প্রেমের আউটডোর থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছি। আমি এখনও শপিংয়ে যেতে পারিনি। বাবা-মা যা দিয়েছেন সেটা পেলাম। তবে আমি ঈদের আগেই শপিংয়ে যাব। নিজের পছন্দ মতো কেনাকাটা করব। ঈদের দিন আমি সালোয়ার কামিজ পরতেই বেশি পছন্দ করি।