শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তামিম ইকবালের আশা

তামিম ইকবালের আশা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: বিশ্বকাপের বাছাইপর্বে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেটারদের পথ দেখালেন তামিম ইকবাল। এর মধ্য দিয়ে জানান দিলেন, টাইগাররাও টি২০তে শতক হাঁকাতে পারেন। তামিমের আশা, তার দেখানো পথে হাঁটবেন সাকিব-সাব্বির-মুশফিকরা! তাহলে টি২০ ক্রিকেটে বাংলাদেশের পাশে যোগ হবে আরো অনেক সেঞ্চুরি।

প্রথম বাংলাদেশি হিসেবে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকাতে পেরে খুশি তামিম। এর জন্য দারুণ গর্ববোধ হচ্ছে তার। ওমানের বিপক্ষে ম্যাচ শেষে আশাবাদী তামিম বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির দেখা পেয়ে আমি গর্ববোধ করছি। আশা করি, বাংলাদেশের পক্ষে আরো অনেকে সেঞ্চুরি করবে। যেভাবে দলের অন্য ব্যাটসম্যানরা খেলছে, তাতে মনে হচ্ছে তারা সেঞ্চুরি পেয়ে যাবে। সাব্বির, সৌম্য, সাকিব ও মুশফিক তাদের মধ্যে এগিয়ে!’

গতকাল রোববার ওমানের বিপক্ষে বিলাল খানের করা ১৯তম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। উল্লাসটা করলেন বাঁধনহারা। সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তামিম বলেন, ‘যখন ৬ মেরে ৯৪ রানে গেলাম, তখন আমার কাছে মনে হয়েছে সেঞ্চুরি করার একটা সুযোগ আছে। তার আগ পর্যন্ত ওই রকম কিছু আমার মাথায় ছিল না। অবশেষে সেঞ্চুরি পেয়ে গেলাম। ভালো লাগছে। নিজেকে ভাগ্যবান মনে করছি এজন্য যে সম্প্রতি আমার টাইমিংটা খুব ভালো হচ্ছে।’