শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তামিমের চোট সম্পর্কে কিছুই জানে না বিসিবি

তামিমের চোট সম্পর্কে কিছুই জানে না বিসিবি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ অসুস্থতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে পারেনি বাংলাদেশের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল। দেশের অন্যতম সেরা ওপেনারের চোট নিয়ে মুখ খুলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের চোট সম্পর্কে বিবিসির পরিচালক,মিডিয়া কমিটির চেয়ারম্যান,ম্যানেজার ও প্রধান চিকিৎসক কিছুই জানাতে পারেনি।

২০১২ সালে ঘরের মাঠে এশিয়া কাপে টানা চার ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে বাংলাদেশকে ফাইনালে যাওয়ার পথে অন্যতম ভূমিকা ছিলো দেশের সেরা ওপেনার তামিম ইকবালের। ২৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে শুরু হতে যাওয়া ১২তম এশিয়া কাপের আগে তামিমে চোট নিয়ে কিছুই বলতে পারছে না বিসিবি।

তামিম ইকবালের চোট নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহম্মেদ বলে,‘তামিমের বিষয় নিয়ে কিছু বলতে পারছি না। এশিয়া কাপের দল দিলেই বুঝতে পারবেন সে খেলবে কি খেলবে না। দলের বিষয়ে জানতে চাইলে সহকারি নির্বাচক নান্নুকে ফোন দেবেন।’এই বলেই ফোন রেখে দেন তিনি।

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘তামিম ইকবালের চোট নিয়ে কিছু বলতে পারবো না। শুনেছি ওর ঘাড়ের ব্যথার কারণে ম্যাচ খেলতে পারছে না।’এশিয়া কাপে তামিম খেলতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন,‘টি-টোয়েন্টি বিশ্বকাপের কাজে আমি সিলেটে এসেছি। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’

বিবিসির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন,‘আমি এ বিষয়ে কিছুই বলতে পারছি না। টিম ম্যানেজমেন্ট আছে ফিজিও আছে তারা বলতে পারবে।’

জাতীয় দলের ম্যানেজার এমএ আওয়াল চৌধুরী বুলুকে বার বার ফোন করেও সাড়া মেলেনি।

উল্লেখ্য চট্টগ্রাম দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই তামিম ইকবাল ঘাড়ের ব্যথায় আক্রান্ত হন। এরপর ঘাড়ের ব্যথা নিয়েই চট্টগ্রামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেন তিনি। এরপর চোটের কারণে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলতে পারেননি এই বাঁহাতি ওপেনার।