শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > তামাকজাত উৎপাদন এবং আমদানি নিষিদ্ধ করা হলে মাদকনির্মূলে সম্ভব: ডাঃ আমির হোসেন রাহাত

তামাকজাত উৎপাদন এবং আমদানি নিষিদ্ধ করা হলে মাদকনির্মূলে সম্ভব: ডাঃ আমির হোসেন রাহাত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা বিরোধ নমিতি (নাটাব) গাজীপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরের চাইনিজ থাই এন্ড পার্টি সেন্টারে ডাঃ রুহুল ফোরকানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের নবনির্বাচিত পরিচালক ডাঃ আমির হোসেন রাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মঞ্জুরুল হক। নাটাব’র জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সুশান্ত কুমার সরকার, গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম রাশেল ইসলাম, নাটাব’র কেন্দ্রীয় কমিটির প্রজেক্ট সমন্বয়কারী খলিলুল্লাহ, নাটাব’র গাজীপুর জেলা শাখার সহসভাপতি মুক্তিযোদ্ধা হাতেম আলী প্রমুখ।
প্রধান আলোচক বলেন, সরকার তামাক থেকে যে রাজস্ব আদায় করছে তার চেয়ে বেশি ব্যয় হচ্ছে তামাকজনিত রোগের চিকিৎসায়। তাছাড়া সরকার যদি দেশে তামাকজাত উৎপাদন এবং আমদানি নিষিদ্ধ করেন তবেই মাদকনির্মূলে সম্ভব।