শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তাজরীনের বিরুদ্ধে আবারও ক্ষতিপুরণ না দেওয়ার অভিযোগ

তাজরীনের বিরুদ্ধে আবারও ক্ষতিপুরণ না দেওয়ার অভিযোগ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা ছিল বাংলাদেশের গার্মেন্টস শিল্পে সবচেয়ে ভয়াবহ ঘটনা। কিন্তু এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাককর্মীদের পর্যাপ্ত সহায়তা দেয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এমন অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এর আগেও প্রতিষ্ঠানটির নামে এমন অভিযোগ উঠেছিল।

সোমবার সংস্থাটির এক প্রতিবেদনে আবারো এ ধরনের অভিযোগ তোলা হয়। এইচআরডব্লিউ এর প্রতিবেদনে বলা হয়, গত বছরে তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণ হারায় ১১২

জন শ্রমিক। এছাড়া ওই ঘটনায় আরো অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন। তবে আহত

এবং নিহতের পরিবারের সদস্যরা পর্যাপ্ত ক্ষতিপূরণ না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে।

এইচআরডব্লিউকে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ক্ষতিগ্রস্তদের স্বজনেরা অভিযোগ করে বলেন,

গত বছরের ২৪ নভেম্বর অগ্নিকাণ্ডে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি গার্মেন্টস মালিকরা।

এ সময় নিখোঁজ দুজন কর্মীর স্বজনরা উপস্থিত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।