শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > তাইওয়ানে হেলিকপ্টারের জরুরি অবতরণ, সেনা প্রধান নিখোঁজ

তাইওয়ানে হেলিকপ্টারের জরুরি অবতরণ, সেনা প্রধান নিখোঁজ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
তাইওয়ানের সেনা প্রধানকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। দেশের উত্তরাঞ্চলে ওই হেলিকপ্টারটি জরুরি অবতরণের পর থেকেই সেনা প্রধানসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারে সেনা প্রধান ছাড়াও আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ছিলেন। বিমানটি জরুরি অবতরণ করার পর থেকেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটিতে মোট ১৩ জন আরোহী ছিল। অজ্ঞাত কারণে হেলিকপ্টারটি রাজধানী তাইপেইর কাছে পাহাড়ি এলাকায় অবতরণ করতে বাধ্য হয়।

হেলিকপ্টারটি জরুরি অবতরণের পর থেকে সেনা প্রধান এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এক সেনা মুখপাত্র জানিয়েছেন, এখনও অনেক ক্রু সদস্য বিমানের ভেতরে আটকা পড়ে আছেন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউএইচ-৬০এম হেলিকপ্টারটি রুটিনমাফিক মিশনের অংশ হিসেবে উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টি থেকে উড্ডয়ন করে। লুনার নিউ ইয়ার উপলক্ষে ওই অঞ্চলে সেনা সদস্যদের দেখতে যাচ্ছিল সেনা প্রধানসহ দলটি।