রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তনুর হত্যার বিচার চেয়ে ঢাবিতে ধর্মঘট

তনুর হত্যার বিচার চেয়ে ঢাবিতে ধর্মঘট

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥

ঢাকা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ছাত্র ধর্মঘট। তবে এইচএসসি পরীক্ষাসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরীক্ষাসমূহ হচ্ছে।

এদিকে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও চলছে শিক্ষার্থীদের ছাত্র ধর্মঘট। কোন বিভাগে ক্লাস হচ্ছে না। সকাল ৮টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোন বিভাগে ক্লাস অনুষ্ঠিত হতে দেখা যায় নি। তবে নিয়মিত পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হচ্ছে। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, ব্যাবসায়ে শিক্ষা অনুষদ ভবন, সমাজ বিজ্ঞান অনুষদ, কার্জন হলসহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ক্লাস রুমগুলো।
এর আগে গত মঙ্গলবার তনুর হত্যার বিচারের দাবিতে রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় অবরোধ করে এ কর্মসূচি ঘোষণা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।