রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করেছে বিএনপি: জয়

তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করেছে বিএনপি: জয়

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ প্রাক্তন রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমেদ সাংবিধানের সাতটি ধাপ পাশ কাটিয়ে উত্তরাধিকারসূত্রে নিজেকে প্রধান উপদেষ্টা নিয়োগ করেছিলেন যার মাধ্যমে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে।

সোমবার সকালে নিজের অফিসিয়াল ফেইসবুকে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেইসঙ্গে বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা ফলপ্রসূ হবে না বলেও মনে করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও বলেন, বিএনপি ২০০৭ এর নির্বাচনে কারচুপি করার ভয়ানক প্রচেষ্টা করেছিল যার ফলে সমারিক বাহিনীর মতা দখলের সুযোগ তৈরি হয়।

জয় বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি আমাদের সুপ্রিম কোর্ট থেকে অসাংবিধানিক ঘোষিত হয়েছে। আমাদের সংবিধানের মুখবন্ধে বলা হয়েছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র যা “নির্বাচিত” জনপ্রতিনিধিদের শাসনাধীন। যার অর্থ হলো যেকোনো “অনির্বাচিত” সরকার অসাংবিধানিক। অনেক মাস আগে থেকেই আমরা বিরোধীদলের কাছে “নির্বাচিত” অন্তর্র্বতীকালীন সরকার ব্যবস্থা নিয়ে সমঝোতা প্রস্তাব দিয়ে রেখেছি।’

আন্দোলনের হুমিকি দিলেও শেষ পর্যন্ত বিরোধী দল আগামী জাতীয় নির্বাচনে আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘যাই হোক না কেন শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে। বিরোধীদল বারবার এই ধরনের যেকোনো আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং এর পরিবর্তে আল্টিমেটাম দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আলোচনা ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি না। বিরোধী দল একের পর এক আল্টিমেটাম এবং হুমকি দিয়েই যাচ্ছে, কিন্তু যাই হোক না কেন শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে। তারা গত চার বছর ধরে স্থানীয় নির্বাচনে বারবার এই কাজ করেছে।’

জয় আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনও কোন নির্বাচনে কারচুপি করেনি। এবারকার সময় নির্বাচন কমিশনের অধীনে ছয় হাজারের অধিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সবগুলো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে। এটা শুধুমাত্র বিএনপি যারা নির্বাচনে কারচুপির আশ্রয় নেয়। তারা ১৯৯৬ সালে একটি জোচ্চুরির ইলেকশন করেছিল যার ফলে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছিল। ২০০৬ সালে তারা একটি নতুন খসড়া ভোটার তালিকা বানিয়েছিল যাতে অন্তত ১৪ মিলিয়ন (এক কোটি ৪০ লাখ) ভুয়া ভোটার ছিল।’

বিএনপি বারবার বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করেছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় তা রা করে সমুন্নত রেখেছে।

তাই জনগণকে সঠিক সিদ্ধান্ত নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রীর ছেলে।