বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
যে সব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা হলো- জায়েদ হাসান, প্রিয়ম সরকার, সাদমান আহমদ সৈকত, মোঃ বদিউজ্জামান, তরিকুল ইসলাম, সৈয়দ আলমগীর কবীর, রাইসুল ইসলাম, ফারহানা ফারজান নিশাদ, কে এম রেজওয়ানুল এহসান, ইসরাতুল কাওসার, রাফিয়া হাসান, মোঃ রুহুল আমিন সেতু, মোঃ ফুয়াদ হাসান এবং সহযোগীরা হলো- ইমদাদুল হক খোকন ও ধানমণ্ডি আইডিয়াল কলেজের কর্মচারী মোঃ আব্দুর রহিম।
এদিন সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি করে পরীক্ষা দেয়ার অভিযোগে তাদের বিভিন্ন কেন্দ্র থেকে আটক করা হয়।
জানা যায়, নগরীর বিভিন্ন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সহযোগীসহ এসব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এসব শিক্ষার্থী যাতে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।