শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শিক্ষাঙ্গন > ঢাবির গবেষণার অন্তরায় অর্থ সংকট

ঢাবির গবেষণার অন্তরায় অর্থ সংকট

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বরাদ্দের অভাবে গবেষণা কার্যক্রমে পিছিয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এমনটাই দাবি করছেন শিক্ষকেরা। আসন্ন বাজেটেও এ খাতে বরাদ্দ মোট বাজেটের মাত্র দুই শতাংশ।

মানসম্মত উচ্চশিক্ষার জন্য এ খাতে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা।

আগামী ১৭ জুন সিনেটে উঠছে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব। আকার ধরা হয়েছে ৬৩৪ কোটি ৩৭ লাখ টাকা। এর ৬৬ ভাগই ব্যয় হবে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বাবদ। শিক্ষার্থীদের জন্য ১১ ভাগ, গবেষণায় মাত্র দুই ভাগ আর বাকী অংশ ব্যয় হবে অবকাঠামো উন্নয়নসহ অন্য খাতে।

শিক্ষকরা বলছেন, কম বরাদ্দের কারণে হচ্ছে না মানসম্মত গবেষণা, বঞ্চিতও হচ্ছেন অনেকেই। অন্যদিকে, শিক্ষাবিদরা বলছেন- প্রশাসনের আন্তরিকতার অভাবেই কম বরাদ্দ পাচ্ছে এ খাত।

অপ্রতুল বরাদ্দের বিষয়টি স্বীকার করে উপাচার্য বলছেন এখ্নও অনেক গবেষণা হয় তবে সেগুলোর প্রচার পায় কম।

গবেষণা বাড়াতে বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন বেসরকারি খাতের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা। – তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি