সোমবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ , ১লা আশ্বিন, ১৪৩১ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঢাবিতে ভর্তির সুযোগ বঞ্চিতদের সমাবেশ

ঢাবিতে ভর্তির সুযোগ বঞ্চিতদের সমাবেশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে ছাত্র শিক্ষক অভিভাবক ও নাগরিক সমাবেশ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে এ সিদ্ধান্ত যদি কার্যকর করা হয় তাহলে ২০১৪ সালে এইচএসসি পাস করা অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে। এমন একটি সিদ্ধান্ত নিতে হলে কর্তৃপক্ষের উচিত ছিল ভর্তি পরীক্ষার আগেই ঘোষণা করা। কিন্তু তারা তা করেননি।’

তারা বলেন, ‘এ সিদ্ধান্তের ফলে গ্রামগঞ্জের কৃষক শ্রমিক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। যে দেশের ৮০ ভাগ মানুষ কৃষক সেদেশের কৃষকের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে এটা হতে পারে না।’

তারা বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, আমাদের যৌক্তিক দাবি যেন মেনে নেয়া হয়।’

আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান।