স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটক করেছে র্যাব। এসময় তারা গণপিটুনির শিকার হন।
সোমবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীরা হলেন আরবি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র হাসানুর রহমান (২৫) ও পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের ছাত্র শাহাদত হোসেন শুভ।
হাসানুর রহমান এফ রহমান হলের ৫০৫ নং কক্ষে থাকেন।
জানা গেছে, সোমবার সকাল নয়টায় জগন্নাথ হল ও শহিদ মিনারের মাঝামাঝি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় র্যাব-১০ এর সদস্যরা জনতার সহযোগিতায় তাদের আটক করেন। এসময় তাদেরকে গণপিটুনিও দেয় জনতা। এতে সামান্য আহত হন তারা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদরে নিয়ে যায় র্যাব।