শুক্রবার , ১৫ই নভেম্বর, ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > ঢাকা-সিলেট সড়কের দু’পাশের আবাদি জমি হাউজিং কোম্পানীর কব্জায়

ঢাকা-সিলেট সড়কের দু’পাশের আবাদি জমি হাউজিং কোম্পানীর কব্জায়

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানী ঢাকা থেকে সিলেট শহরে যেতে সড়কের দু’পাশের অধিকাংশ আবাদি জমি হাউজিং কোম্পানীর সাইন বোর্ডে ছেয়ে গেছে। হাউজিং কোম্পানীগুলোর মধ্য নামকরা ছাড়াও নতুন গজিয়ে উঠাদেরও সাইনবোর্ড দেখা যাচ্ছে।  শিল্প কলকারখানার নামেও অনেক জমির ওপর সাইনবোর্ড দেখা গেল।

রাজধানী থেকে সড়ক বা রেল পথে সিলেট যেতে দু’পাশের অনেক এলাকা জুড়ে দেখা মিলবে আবাদি জমির ওপর হরেক কোম্পনীর সাইনবোর্ড। কোথায়ও নির্মান করা হচ্ছে ভবন। আবার কোথাও কোম্পানীর নামে বসত ঘর। সীমানা নির্ধারনের পিলার বসিয়ে কোম্পানীর নামে সাইনবোর্ড বসানো হয়েছে। এছাড়া সড়কের  দু’পাশে ছোটবড় শিল্প কারখানাতো রয়েছেই।
অনেক স্থানে দেখা গেল বৃষ্টির পানি সড়কে জমে রয়েছে। পানি গড়িয়ে যাওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। কিছু জায়গায় সড়ক মেরামতের কাজও চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছু কিছু হাউজিং কোম্পানী কিংবা শিল্পপ্রতিষ্ঠানের মালিক এক হয়ত এক বিঘা জমি কিনেছেন অথচ পিলার পুতেছেন দুই বিঘা জমিতে।

জমি বেচাকেনার দালালরা নানাভাবে চাপ দিয়ে কৃষকের জমি বিক্রি করতে বাধ্য করছেন।
অপরিকল্পিতভাবে হাউজিং কোম্পনী ও শিল্পকারখানা গড়ে উঠা গড়ে উঠায় দ্রুত কমে যাচ্ছে আবাদি জমি। আবাদি জমি এভাবে কমে গেলে ভবিষ্যতে দেশে খাদ্য উৎপাদনও কমে যাবে এমনটি মনে করেন সাধারণ কৃষকরা। আমাদের সময়.কম