স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৫০ কি. মি. দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
শুক্রবার রাত ০৯টা থেকে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শনিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট মির্জাপুর গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত তীব্র আকার ধারণ করেছে।
গোড়াই হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট যোবাইদুল আলম বলেন, ‘রোববার অফিস-আদালত খোলায় মানুষ ঈদ শেষে ঢাকায় ফিরছেন। এ জন্য মহাসড়কে যানবাহন আগের তুলনায় বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দ্রুত যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’