বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
অর্ধমাস হতে চলল দেশে টানা বৃষ্টি হচ্ছে। ঢাকাতেও হচ্ছে বৃষ্টি। রাজধানীতে শুক্রবার ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিময় আবহাওয়ায় ঢাকাসহ সারাদেশেরই তাপমাত্রা কম রয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকায় আজকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ শনিবার সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৯০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।