বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মার্চ ফর ডেমোক্রেসি’তে অংশ নিতে এখন ঢাকার পথে সারা দেশের ১৮দল নেতাকর্মীরা। যানবাহন সঙ্কটের পাশাপাশি যৌথবাহিনীর অভিযান ও পথে পথে তল্লাশি চলছে। তবুও যাত্রীবেশে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। ইতিমধ্যে বগুড়া থেকে ৫০ হাজার, গাজীপুর থেকে ৫০ হাজার, রাজশাহী থেকে ৪০ হাজার, ময়মনসিংহ থেকে ৩৫ হাজার, বরিশাল থেকে ১০ হাজার, জয়পুরহাট থেকে ১০ হাজার, ঝিনাইদহ থেকে ৬ হাজার, রংপুর থেকে ৪ হাজার ও মৌলভীবাজার থেকে ২ হাজার নেতাকর্মী ইতিমধ্যে রওনা দিয়েছেন। প্রথম দফায় ঢাকায় পৌছানো নেতাকর্মীরা অন্যদের জন্য বাসস্থানের ব্যবস্থা করছেন। বেশিরভাগই উঠছেন আত্মীয়-স্বজনের বাসাবাড়িতে। ঢাকা যাওয়ার পথে দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হয়েছে শতাধিক নেতাকর্মীকে।
ঢাকার পথে ৫০ হাজার
স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে: মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে বগুড়া থেকে ৫০হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার টার্গেট নিয়েছেন। বুধবার থেকেই শুরু হয়েছে ঢাকা যাত্রা। সূত্রমতে, কেন্দ্রীয় কর্মসূচি পালনে বগুড়ার নেতাকর্মীরা মুলত কেন্দ্রের ঘোষণাতেই তৈরি থাকেন। স্থানীয়ভাবে শুধু হয় আনুষ্ঠানিকতা। প্রতিবারই ঢাকায় যাওয়ার কর্মসূচিতে বগুড়ার নেতাকর্মীরা আগে ভাগেই নিজেদের তৈরি করে রাখেন। এরআগে স্থানীয় ভাবে সভা করে ৫০হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার টার্গেট নেওয়া হয়। এদিকে গতকাল সকাল থেকেই দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোতে টিকিট শূন্যতা দেখা দেয়। টিকিট না পেয়ে অনেকেই ট্রেনে ঢাকায় রওনা দিয়েছেন। কেউ কেউ মাইক্রোবাস যোগে ঢাকায় রওনা দিয়েছে। তবে দুপুরের পর থেকে কোন মাইক্রোবাস ও কার ঢাকায় যেতে চাচ্ছে না। বাসে অনেকে টিকিট না পেয়ে লোকাল বাসেই চেপে বসেছে। ভেঙে ভেঙে হলেও তারা ঢাকায় যেতে প্রস্তুত।
গাজীপুর বিএনপি’র টার্গেট অর্ধ লক্ষ
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: কর্মসূচিতে অংশ নিতে গাজীপুর থেকে প্রায় অর্ধলক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জড়ো করার টার্গেট নিয়েছে বিএনপি। এরই মাঝে ঢাকায় অবস্থান করছেন গাজীপুর বিএনপির বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী। এ কর্মসূচি সফল করতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতিও নিয়েছেন। গ্রেপ্তার এড়াতে অনেকটা গা ঢাকা দিয়ে জেলার শীর্ষ পর্যায়ের নেতারা নির্দেশনা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীদের। জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল আলম জানান, খালেদা জিয়ার আহ্বানে ঢাকার কর্মসূচিতে গাজীপুর থেকে কমপক্ষে অর্ধলক্ষ নেতাকর্মী ঢাকায় যাবেন বলে আশা করা হচ্ছে। প্রশাসনের বাধার কারণে এক সঙ্গে জড়ো হয়ে যাবার উপায় নেই। এরপরও যদি বাধা দেয়া হয়, তবে যে ধরণের নির্দেশনা আসবে সেভাবেই নেতাকর্মীরা অবস্থান করবে কিংবা অবরোধ সৃষ্টি করা হবে। এদিকে কর্মসূচি সফল করতে জেলার বিভিন্ন স্থানে প্রস্তুুতিমূলক সভাও করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের নেতাকর্মীরা।
রাজশাহী থেকে ঢাকামুখী ৪০ হাজার
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে: ‘গণতন্ত্রের অভিযাত্রার’ যোগ দিতে রাজশাহীর ১৮ দলীয় নেতাকর্মীরা ঢাকা যাত্রা শুরু করেছে। গতকাল পর্যন্ত অন্তত সাড়ে ৩ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এদিকে সাধারণ মানুষ যাত্রাপথে সরাসরি আইন-শৃঙ্খলার বাহিনীর কোনো বাধার সম্মুখীন না হলেও আতঙ্ক সৃষ্টি করতে নগরীর বিভিন্নস্থান থেকে অসংখ্য নেতাকর্মীকে আটক করা হচ্ছে। তবে এরপর নেতাকর্মীদের ঢাকা অভিমুখে যাত্রা থেমে নেই। কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি এডভোকেট নাদিম মোস্তফা জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা বিএনপির দেড় হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথে আছে আরো ৩/৪ হাজার নেতাকর্মী। আশা করা যাচ্ছে দেশনেত্রীর ডাকে গণতন্ত্র রক্ষার এ অভিযাত্রায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখা থেকে ৪০ হাজারেরও অধিক জনসাধারণ অংশ নেবে। নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে পুলিশ গণগ্রেপ্তার শুরু করেছে। বিএনপি যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু বলেন, খালেদা জিয়ার ডাকে ‘গণতন্ত্রের অভিযাত্রায়’ সারাদেশ থেকে লোকজন ঢাকায় যেতে শুরু করেছে। কিন্তু এই শান্তিপূর্ণ অভিযাত্রা বাঞ্ছাল করতে সরকার আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে অন্যায়ভাবে যেখানেই পাচ্ছে সেখান থেকেই আমাদের নেতাকর্মীদের আটক করছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি নেতা ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, রাজশাহী থেকে ১৮ দলের নেতাকর্মীদের পাশাপাশি বিক্ষুব্ধ সাধারণ মানুষও ঢাকা উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে মহানগর পুলিশের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, ঢাকা যাত্রা ভন্ডুল করতে নয় নাশকতার আশঙ্কায় রাজশাহী সিটি কলেজের সামনে থেকে ২২ জন, জিরো পয়েন্ট থেকে ২ জন এবং সোনাদিঘী মোড় থেকে ১ জনকে আটক করা হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন স্থান থেকে আরও ১০ জনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রংপুর থেকে ৪ হাজার নেতাকর্মী অংশ নিবে
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসুচিতে অংশ নিতে ঢাকা যাচ্ছে রংপুর জেলা বিএনপি-জামায়াতসহ অন্যদলের প্রায় ৪ হাজার নেতাকর্মী। ইতিমধ্যে অনেকে ঢাকার রওয়ানা দিয়েছেন। গ্রেপ্তার বা পুলিশী বাঁধা এড়াতে তারা একজোট হয়ে বাস ভাড়া করে যাচ্ছেন না। রংপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামসুজ্জামান সামু জানান, খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে দেশবাসিকে ঢাকায় যাওয়ার আহবান জানানোর পর ১৮ দলের নেতাকর্মীরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি। কারণ বাস ভাড়া করে একসাথে গেলে পুলিশী বাধায় পড়তে হবে। সে কারণে গতকাল ভোরে আমাদের কিছুনেতাকর্মী বাসে এবং ট্রেনে রওয়ানা দিয়েছেন। এভাবে প্রতিদিনই তারা ঢাকায় গিয়ে অবস্থান নিবেন। তিনি বলেন, আমরা রংপুর থেকে শুধু বিএনপির ৩ হাজার নেতাকর্মী ঢাকায় যাব। সামু আরো জানান, যদি আমাদের ঢাকায় যেতে পথে যে জায়গায় বাধা দেওয়া হবে সেখানেই প্রতিহত করা হবে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আর ছাড় দিতে রাজি নই।
নিকলীতে যুবদলের ব্যাপক প্রচার প্রচারণা
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ২৯শে ডিসেম্বরের মহাসমাবেশ সফল করতে নিকলীতে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছে উপজেলা যুবদল। উপজেলার ৭টি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি সমর্থকদের স্বশরীরে অংশগ্রহন করে মহাসমাবেশ সফল করতে যুবদল নেতারা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মহাসমাবেশকে কেন্দ্র করে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটনের নামাঙ্কিত লিফলেট ছাড়া হয়েছে হাটে-বাজারে। এ ব্যাপারে নিকলী উপজেলা যুবদল সেক্রেটারী রফিকুল ইসলাম লিটন জানান, মূল সংগঠনের নেতারা আওয়ামী লীগের মামলা মোকদ্দমাসহ নানাবিধ হয়রানির ভয়ে কেন্দ্রীয় নির্দেশনায় আন্দোলন সংগ্রামের কোন প্রতিফলন উপজেলায় না থাকায় দল আজ অস্থিত্বের প্রশ্নে। তাই আর চুপ থাকতে পারিনি। খালেদা জিয়ার ২৯শে ডিসেম্বরের মহাসমাবেশকে সফল করতে সকল মূল্য পরিশোধের ব্রত নিয়েই মাঠে নেমেছি।
বাধার মুখে পঞ্চগড়ের নেতাকর্মীরা
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিলেও যেতে পারেননি। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আবাসিক হোটেল, বাসাবাড়ি ও রাস্তাঘাটে তল্লাসি, থাকার ব্যাপারে কড়াকড়ি আরোপসহ আতঙ্ক সৃষ্টি করার কারণে এ অবস্থা দেখা দিয়েছে। পঞ্চগড় পৌর বিএনপির সভাপতি ও মেয়র তৌহিদুল ইসলাম কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগে ভাগেই কিছু নেতাকর্মীকে নিয়ে পৌছেছেন। সূত্র-বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম