রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঢাকার খালগুলো বিলীন হয়ে যাচ্ছে

ঢাকার খালগুলো বিলীন হয়ে যাচ্ছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানী ঢাকায় ষাটের দশকে পঞ্চাশটির বেশী খাল থাকলেও এখন ঢাকা ওয়াসার পরিসংখ্যান অনুযায়ী কাগজে কলমে ২৬ টি খাল রয়েছে। তবে বাস্তবে এর সংখ্যা আরো কম। এসব খালের দুই পাড়ে বসবাসকারীদের বর্জ্য ও বাসা বাড়ীর প্রতিদিনকার বর্জ্যে ভরে গেছে খালগুলো। পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় দুর্গন্ধ ও মশার উপদ্রবে বিপর্যস্ত এলাকাবাসীর জীবন।

প্রতি বছর বর্ষার আগে সুয়ারেজ ব্যবস্থা সচল রাখতে ঢাকা ওয়াসা ড্রেজিং করলেও পরিষ্কার ও দুষণমুক্ত রাখতে দায়িত্ব কে পালন করবে, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সেবা সংস্থাগুলো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে বিষয়টা সেটা ওয়াসা করে না। কারণ দুইটা সংস্থা-তো এক জায়গাতে কাজ করতে পারবে না। একটা কোন সংস্থার সাথে ঠেলাঠেলি বা কারো উপর দোষ চাপানোর বিষয় না।’

রাজধানীর খালগুলোর যখন এরকম বেহাল দশা, তখন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তদারককারী সংস্থা ঢাকা ওয়াসা দায় চাপাচ্ছে ঢাকা সিটি করপোরেশনের ওপর। তবে দায় না চাপিয়ে সমন্বিত ভাবে রাজধানীর খালগুলোকে পরিবেশ বান্ধব করার দাবি নগর বিশেষজ্ঞদের।