শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ড্রোন ওড়াতে হলে নিবন্ধন বাধ্যতামূলক

ড্রোন ওড়াতে হলে নিবন্ধন বাধ্যতামূলক

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: আগামী দিনের প্রযুক্তি হিসেবে ড্রোনের উত্থানটা বেশ ভালো ভাবেই ঘটেছে। ব্যক্তিগত ভাবে কিংবা প্রতিষ্ঠানিকভাবে অনেকেই আকাশে ড্রোন ওড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের আকাশে ড্রোন ওড়াতে হলে সেদেশের সরকারের কাছ থেকে সনদ সংগ্রহ করতে হবে। ড্রোনের মালিকের নাম, ঠিকানা ও পরিচয় দিয়ে নিবন্ধন করে নিলেই আকাশে ওড়ানো যাবে ড্রোন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গুলোর বরাত দিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন ঘোষণা দিয়েছে তারা ড্রোনের রেজিস্ট্রেশন শুরু করেছে। বাধ্যতামূলকভাবে ড্রোনের মালিকদের তাদের ড্রোনের রেজিস্ট্রেশন করতে হবে।

এদিকে খেলনা ড্রোনেরও রেজিস্ট্রেশন করতে হবে কিনা সে বিষয়ে এখনো পরিস্কার করে কিছু জানায়নি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন।