শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ড্রোনের মাধ্যমে পণ্য পাঠাবে অ্যামাজন

ড্রোনের মাধ্যমে পণ্য পাঠাবে অ্যামাজন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ চালকবিহীন বিমান বা ড্রোন ব্যবহার করে গ্রাহকদের আকাশপথে পণ্য পাঠাবে ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন ডটকম। এর ফলে অর্ডার দেওয়ার পর খুব দ্রুত গ্রাহকদের কাছে পণ্য পাঠানো সম্ভব হবে।

অ্যামাজনের সিইও জেফ বেজোস উদ্ভাবনী কাজের জন্য পরিচিত। রোববার রাতে একটি টিভি প্রোগ্রামে তিনি নতুন এ প্রোগ্রামের বিস্তারিত জানান।

প্রকল্পটি কীভাবে চলবে সে সম্পর্কে একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, ওয়্যারহাউজ থেকে একটি প্যাকেজ গ্রহণ করে ড্রোনটি একজন ক্রেতার বাড়িতে পণ্য সরবরাহ করে। গ্রাহক কোনো পণ্য অর্ডার দেওয়ার প্রায় ৩০ মিনিটের মধ্যে তা পেয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের বিমান যোগাযোগ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অ্যামাজন প্রাইম এয়ার নামে এ প্রকল্প বাণিজ্যিকভাবে শুরু হবে ২০১৫ সালে।