শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > তথ্যপ্রযুক্তি > ড্রপবক্স চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা

ড্রপবক্স চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক:

এবার ক্লাউড সার্ভিস ড্রপবক্সেও কৃত্রিম বুদ্ধিমত্তার দুটো সেবা চালু হচ্ছে। প্রথম সেবাতে ডকুমেন্টের সারমর্ম করা আর খোঁজার কাজটা করা যাবে সহজে। ক্যাটাগরি ভাগ করার ক্ষেত্রে এটি একটি সহজ ও কাজের টুল।

ড্রপবক্সের দ্বিতীয় সেবাটি আকর্ষণীয়। ড্রপবক্স একটি ইউনিভার্সাল সার্চ ইঞ্জিন চালু করতে চলেছে। এই সার্চ ইঞ্জিন দিয়ে শুধু ড্রপবক্সের ফাইল এক্সেস করা যাবে তা নয়। বরং এই সার্চ ইঞ্জিন দিয়ে আপনি সহজেই ওয়েবের ফাইলও এক্সেস করতে পারবেন।

ড্রপবক্সের সিইও ড্রিউ হাউসটন জানান, আগে ডেস্কটপে অসংখ্য ফোল্ডার আর ফাইল দেখা যেত। আর এখন আপনি ব্রাউজারে দেখবেন অনেকগুলো ট্যাব। তাহলে ড্রপবক্সে বড় পরিবর্তন আনাটা জরুরি। 

মূলত একটি ড্যাশ অ্যাপ আসতে চলেছে। এই অ্যাপ দুটো ভাগে বিভক্ত হয়ে আসছে। প্রথমটি ডেস্কটপ অ্যাপ। এটি একটি কিবোর্ড শর্টকাট হিসেবে কাজ করবে। আরেকটি আসছে ব্রাউজার এক্সটেনশন হিসেবে। ড্রপবক্সের তাহলে সুবিধা কোথায়? প্রথমত, আপনার হয়ত দুই মিনিট পর জুম মিটিং আসছে। তাহলে এখন আপনার জরুরি ডকুমেন্ট কিভাবে খুঁজে বের করবেন? এটাই সবচেয়ে সহজ উপায়। ভেবে দেখুন।