বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করার অভিযোগে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুর ১১টার দিকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুন্নবী সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, ওয়ান ইলেভেন ও পরবর্তী সময়ে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে এ মামলা করা হয়। আদালতের বিচারক ফারজানা আক্তার মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না জানান, ২০০৭ সালের ওয়ান ইলেভেন ও তার পরবর্তী সময়গুলোতে ডিজিএফআই’র সর্বারহকৃত তথ্যগুলো কোনো যাচাই-বাছাই না করে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেন সম্পাদক মাহফুজ আনাম। এতে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।

তিনি আরো জানান, গত ৬ ফেব্রুয়ারি কালেরকণ্ঠ পত্রিকায় এবং চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ টক-শোতে অংশ নিয়ে ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত ওই সংবাদটি ভুল বলে স্বীকার করেন মাহফুজ আনাম। উক্ত সংবাদটি প্রকাশ করায় শেখ হাসিনার মানহানি হয়েছে বলে গত ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে সাংসদরা এর বিচারসহ ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবি জানান। এ কারণে বাদী ও সংগঠনের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তী সমন আদেশের প্রত্যাশা করছেন বলে বাদী পক্ষের এ আইনজীবী জানান।