শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > ডিমলায় চাষী প্রশিক্ষণ কর্মশালা

ডিমলায় চাষী প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন

বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি ॥
নীলফামারী: উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে আজ সোমবার উপজেলা অডিটরিয়াম হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায়ের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর রংপুরের মোঃ সোলায়মান আলী, নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল সরকার, নীলফামারী মূখ্য পরিদর্শক মোঃ বরজাহান আলী, ডোমার-ডিমলা সহকারী পাট কর্মকর্তা মহিবুর রহমান (লোহানী), উপজেলা পাট কর্মকর্তা মোঃ দরিবুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় প্রমুখ।

কর্মশালায় ১শত জন প্রান্তিক পাটচাষীদের নিয়ে পাট চাষ সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করা হয়।