রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে রবিবার মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

দুপুরে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলায় কর্মরত সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে পথ সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের আহব্বায়ক ব্যারিষ্টার নূর-উস সাদিক, সাংবাদিক সৈয়দ মেরাজুল হোসেন, আলহাজ্ব আব্দুল লতিফ, আখতার হোসেন, মনসুর আলী, আবু তোরাব মানিক, লুৎফর রহমান মিঠু, এস, এম জসিম প্রমূখ।

বক্তারা আসন্ন সংসদ নির্বাচনের নির্বাচনী ইস্তেহারে সকল রাজনৈতিক দলকে ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতি ঘোষনার আহবান জানান।

পরে একই দাবিতে সংবাদকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।