বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > ঠাকুরগাঁওয়ে দুদুর বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে দুদুর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
টেলিভিশন টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে রাষ্ট্রদ্রোহের নালিশি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার নালিশি মামলাটি দায়ের করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।

ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কোরাইশী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম ফারুক রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।

বাদীর আইনজীবী মোস্তাক আলম টুলু বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগে দণ্ডবিধির ৫০৬(২) ধারায় নালিশি মামলা করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উত্তেজিত হয়ে বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ তার এ বক্তব্য শোনেন ঠাকুরগাঁও শহরের শান্তি নগর মহল্লার জমিরুল ইসলাম, ছিট চিলারংয়ের নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমির দত্ত, যুবলীগের নেতা জাকারিয়া প্রামাণিক ও বিশাল রহমান।

মামলার বাদী অরনাংশু দত্ত টিটো বলেন, শামসুজ্জামান দুদুর এ বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছেন। দুদু সেটি উত্তেজনাবশত প্রকাশ করে দিয়েছেন।