শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঠাকুরগাঁওয়ে ছাত্রকে মারপিটের ঘটনায় বিােভ ও স্কুলে তালা

ঠাকুরগাঁওয়ে ছাত্রকে মারপিটের ঘটনায় বিােভ ও স্কুলে তালা

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও শহরের কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের এক শিার্থীকে মারপিট করার অভিযোগে বিুব্ধ ছাত্ররা ওই স্কুলে তালা লাগিয়ে বিােভ প্রদর্শন করেছে। সোমবার দুপুরে শিার্থীরা পরীা বজর্ন করে ক থেকে বেরিয়ে অভিযুক্ত শিকের বিচারের দাবিতে এঘটনা ঘটায়।

শিার্থীরা জানায়, সোমবার ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিার্থীদের পদার্থবিদ্যা বিষয়ে ব্যবহারিক পরীা চলছিল। পরীা চলাকালে ওই শ্রেণীর ছাত্র তৌশিকুল ইসলাম মুরাদকে বিদ্যালয়ের সহকারী গণিত শিক মোশারফ হোসেন পায়ের জুতো খুলে বেধরক মারপিট করে। এতে মুরাদের চোখ দিয়ে রক্ত বের হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনা জানতে পেরে অন্যান্য শিার্থীরা বিুব্ধ হয়ে উঠে এবং অভিযুক্ত শিকের বিচারের দাবিতে স্কুল গেটে তালা লাগিয়ে বিােভ প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশসহ অতিরিক্ত জেলা প্রশাসক ড. মোকছেদ আলী ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে তারা ওই শিকের বিচারের দাবিতে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক নলিনী মোহন্ত জানান, ছাত্রকে মারপিট করা শিকের ঠিক হয়নি।