শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > টয়লেটের গ্যাস ক্রিয়ায় তিন ভাইয়ের মৃত্যু

টয়লেটের গ্যাস ক্রিয়ায় তিন ভাইয়ের মৃত্যু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে টয়লেটের ট্যাংকিতে পড়ে দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি প্রদীপ শশী চাকমাসহ তার অপর দুই ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মে) দিবাগত রাত ১২টার দিকে মহালছড়ি উপজেলার দুর্গম মনারটেক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অপর দুই ভাইয় হলেন- হেভেন্তু চাকমা (৩৫) ও উভেন্টু চাকমা (৩২)।

পুলিশ জানায়, একটি মোবাইল উদ্ধার করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রতিবেশি রিপন চাকমা (২০) ও বাবলু চাকমা (২২ ) নামে আরো ২জন গ্যাস ক্রিয়ায় অসুস্থ হন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমায়ুন কবির মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টয়লেটের ট্যাংকিতে পড়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর আহত হয়ে তিন ভাইসহ ৫ জন। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন।

প্রদীপ শশী চাকমার স্ত্রী উজ্জল চাকমা জানান, রাত ১২টার দিকে উভেন্টু চাকমা বাড়ি পাশে একটি টয়লেটে বাথরুম সারতে গেলে স্ল্যাপ ভেঙে প্রায় ১৫ ফুট গভীরে পড়ে যান। এসময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রদীপ শশী চাকমা ও হেভেন্তু চাকমাও ঘটনার শিকার হন।