স্পোর্টস ডেস্ক ॥
লন্ডন: অ্যাশেজ সিরিজের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে মোকাবিলা করতে ১৩ সদস্যের দলে ফিরেছেন ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেন ও গ্রায়েম সোয়ান। ১০ জুলাই ট্রেন্টব্রিজে শুরু হবে এই সিরিজ।
গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে টেস্ট খেলে হাঁটুর গুরুতর চোটে আক্রান্ত হন পিটারসেন। এরপর থেকে দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে নামা হয়নি। তবে কাউন্টি ক্রিকেটে দারুণ পারফরমেন্স করে আবারও অন্তর্ভুক্তি হলো এই ইংলিশ ব্যাটসম্যানের।
ওপেনার নিক কম্পটন বাদ পড়েছেন। অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে উদ্বোধনী জুটি গড়বেন জো রুট। বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। তৃতীয় সিমার হওয়ার দৌড়ে লড়বেন টিম ব্রেসন্যান, গ্রাহাম ওনিয়ন্স ও স্টিভেন ফিন।
দলের প্রস্তুতিতে খুশি প্রধান নির্বাচক জিওফ মিলার,‘প্রথম টেস্টকে সামনে রেখে প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। গ্রায়েম সোয়ান ও স্টুয়ার্ট ব্রড চোট থেকে ভালোভাবেই সেরে উঠেছে। পরবর্তী কয়েকদিন দল অনেক কঠোর পরিশ্রম করবে। অ্যাশেজ অক্ষুণ্ন রাখতে হলে পুরো সিরিজেই আমাদের দুর্দান্ত খেলতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হবে সত্যিই রোমাঞ্চকর।’
দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জো রুট, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, জনি বেয়ারস্টো, ম্যাট প্রায়র, টিম ব্রেসন্যান, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, স্টিভেন ফিন, গ্রাহাম ওনিয়ন্স ও জেমস এন্ডারসন।