আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলায় ক্ষমা চাইলেন সাবেক প্রধান নির্বাচনি প্রচারণা কর্মকর্তা স্টিভ বেনন। সম্প্রতি প্রকাশিত মিশেল ওলফ রচিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ বইতে এই বিষয়টির উল্লেখ পাওয়া যায়। সেখানে বেনন ২০১৬ সালের জুন মাসে ট্রাম্পের ছেলের সাথে রাশিয়ার একটি প্রতিনিধিদলের বৈঠকের প্রসঙ্গে এ মন্তব্য করেন।
তবে রোববার এক বিবৃতিতে বেনন বলেন, তার আক্রমণের লক্ষ্য ছিল ট্রাম্পের সাবেক নির্বাচনি প্রচারণা নির্বাহী পল ম্যানাফোর্ট। উক্ত বৈঠকে ম্যানাফোর্টও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মার্কিন সিনেট, হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ও স্পেশাল কাউন্সিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা তদন্ত করে দেখছে। যদিও ক্রেমলিন ও ট্রাম্প দু’পক্ষই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
বেনন বলেন, ‘আমার ওই মন্তব্যটি পল ম্যানাফোর্ট’র উদ্দেশ্যে ছিল। তিনি খুব ভাল করে জানতেন কীভাবে রাশিয়ার সাথে দেন-দরবার করতে হয়। জুনিয়র ট্রাম্পকে লক্ষ্য করে ওরকম কোনও মন্তব্য করার প্রশ্নই আসে না। কেননা, তিনি অত্যন্ত দেশপ্রেমিক ও ভাল মানুষ।’ বিবিসি