শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ট্রাম্প-কিমের বৈঠককে বিশ্ব স্বাগত জানালেও মন্দ শুনতে হচ্ছে ট্রাম্পকে

ট্রাম্প-কিমের বৈঠককে বিশ্ব স্বাগত জানালেও মন্দ শুনতে হচ্ছে ট্রাম্পকে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের বৈঠককে সারাবিশ্ব স্বাগত জানিয়েছেন। তবে উত্তর কোরিয়াকে দেয়া কিছু প্রতিশ্রুতির জন্য নিন্দামন্দও শুনতে হচ্ছে ট্রাম্পকে।

এদিকে দক্ষিণ কোরিয়া বলছে, এই বৈঠকের মাধ্যমে শান্তি ও সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কিন্তু একই সাথে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া ঘোষণা ছিলো বিস্ময়কর।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া বন্ধ করতে হবে এটি উত্তর কোরিয়ার দীর্ঘদিনের দাবি। ফলে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের সামনে এই দাবি মেনে নেয়া ছাড়া আর কোনো রাস্তা ছিলো না। কিন্তু সেটি দক্ষিণ কোরিয়ার মনপুত হয়নি।

এদিকে চীন বলেছে, এই বৈঠকের মাধ্যমে উত্তর কোরিয়ার উপর আরোপিত অবরোধ শিথিল হবার পথ উন্মুক্ত হলো। তবে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে কোরিয় উপ-দ্বীপকে পারমানবিক অস্ত্রমুক্ত করার এই চুক্তির অন্য উদ্দেশ্যও থাকতে পারে।

পারমানবিক অস্ত্র ধ্বংস করার দেড় পৃষ্ঠার স্বাক্ষরিত দলিলটির শর্তানুযায়ী উত্তর কোরিয়া তার পারমানবিক অস্ত্র ত্যাগ করবে। বিনিময়ে তাকে পূর্ণ নিরাপত্তা দিবে যুক্তরাষ্ট্র। কিন্তু এই চুক্তিতে বলা হয়নি কিভাবে সেই কাজটি হবে, কিংবা শর্ত দুই দেশ মেনে চলছে কি-না তা কিভাবে নিশ্চিত করা হবে।

এদিকে মি. ট্রাম্প যদিও বলেছেন তিনি মি. কিমকে বিশ্বাস করেন। তবে পরে আন্তর্জাতিক মানবিক সংস্থা বলেছে, তারা বিষয়টি যাচাই করার জন্য উত্তর কোরিয়ায় দল পাঠাবে। সামনের সপ্তাহে দুই দেশের আবারো আলোচনা শুরু হবার কথা রয়েছে। -বিবিসি বাংলা