রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ট্রাম্পকে ‘বুড়ো’ বলেছিলেন কিম !

ট্রাম্পকে ‘বুড়ো’ বলেছিলেন কিম !

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
১২ দিনের এশিয়া সফরে এখন ভিয়েতনামে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে দক্ষিণ কোরিয়া এরপর চীন থেকে ভিয়েতনামে যান তিনি। সেখানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেকের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট।

সম্প্রতি সেই সম্মেলনে বিশ্বনেতাদের মাঝে বক্তব্য রাখার সময় অনেকবার উত্তর কোরিয়া ইস্যুতে উঠে আসলে, সম্মেলন শেষে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন তাকে “বুড়ো” বলে অপমান করেছে। রোববার সকালে টুইটারে এই মন্তব্য করেন তিনি।

টুইটে কিম জং-উনকে পরোক্ষভাবে টিপ্পনী কেটে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি কখনোই কিমকে ‘খাটো ও মোটা’ বলে সম্বোধন করবেন না।

টুইটে ট্রাম্প বলেন, “আমাকে ‘বুড়ো’ বলে কেন অপমান করলেন কিম জং-উন ? বিপরীতে আমি কখনোই তাকে ‘খাটো ও মোটা’ বলব না। হ্যাঁ, আমি তার বন্ধু হওয়ার জোর চেষ্টা চালাচ্ছি। আশা করি, কোনো একদিন এটা সম্ভব হবে।”

ট্রাম্পের এই বক্তব্যে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দা-কুমড়ো সম্পর্কে কোন বদল আসবে কিনা সেটাই এখন দেখার বিষয়। রয়টার্স