শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ট্রাইব্যুনালে বিচারকরা

ট্রাইব্যুনালে বিচারকরা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও জামায়াতের সাবেক রোকন মোবারক হোসেনের মামলার রায় ঘোষণা করতে ট্রাইব্যুনালে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারকরা।

সোমবার (২৪ নভেম্বর) সকাল দশটার দিকে ট্রাইব্যুনালে আসেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারক প্যানেলের সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।

বিচারকরা খাসকামরায় রয়েছেন। এগারোটার পরে তারা এজলাসকক্ষে আসন নিয়ে মুক্তিযুদ্ধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাজাকার কমান্ডার মোবারকের মামলার রায় ঘোষণা শুরু করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে সকাল সোয়া নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে এনে হাজতখানায় রাখা হয়েছে মোবারক হোসেনকে। তার পরনে রয়েছে সাদা রঙের পাঞ্জাবি। সকাল নয়টার দিকে মোবারককে কারাগার থেকে বের করে তাকে নিয়ে ট্রাইব্যুনালের উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যানটি। পুরোটা সময় তাকে চিন্তাযুক্ত দেখালেও তিনি হাত উঁচিয়ে ‘ভি’ চিহ্ন দেখান।

৩৫ জনকে হত্যা, ৩ জনকে অপহরণ করে জোরপূর্বক আটকে রেখে নির্যাতন ও লুটপাটের মতো পাঁচটি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন মোবারক হোসেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ এর ৩(১), ৩(২)(এ), ৩(২)(সি), ৩(২)(জি), ৩(২)(আই), ২০ (২) ধারা অনুসারে আনা এসব অভিযোগের মধ্যে রয়েছে আখাউড়া থানার টানমান্দাইল ও জাঙ্গাইল গ্রামে ৩৩ জনকে হত্যা, আনন্দময়ী কালীবাড়ী রাজাকার ক্যাম্পে আশুরঞ্জন দেবকে নির্যাতন, ছাতিয়ান গ্রামের আব্দুল খালেককে হত্যা, শ্যামপুর গ্রামের দু’জনকে অপহরণ করে একজনকে হত্যা এবং খরমপুর গ্রামের একজনকে আটক রেখে নির্যাতন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম