শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ‘ট্যানারির বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাদ্য নয়’

‘ট্যানারির বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাদ্য নয়’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: মাছ ও পোল্ট্রির খাদ্য ট্যানারি বর্জ্য দিয়ে প্রস্তুতকারক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ সংক্রান্ত এক আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।

এ সময় রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে প্রোল্ট্রি খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. জহিরুল ইসলাম ও মো. নুরুল ইসলাম চৌধুরী।

পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, আজকের আদেশের ফলে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ও ক্যান্সারের ঝুঁকিপূর্ণ মৎস্য ও পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বন্ধে আইনগত সব বাধা দূর হলো।

পত্রিকায় প্রকাশিত এ সব প্রতিবেদন যুক্ত করে এরপর হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট করা হয়। সেই রিটের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৬ জুলাই ট্যানারি বর্জ্য দিয়ে মাছ ও পোল্ট্রি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন।