শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > টেকনাফে ১৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে ১৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: কক্সবাজারের টেকনাফে পাঁচ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতরাত দেড়টার দিকে সাবরাং খুরের মুখ সাগরের বাহার চড়াঘাট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল টেকনাফের সৈকত এলাকায় অভিযান চালায়। এ সময় সৈকতে একটি ট্রলার এসে পৌঁছালে বিজিবি সদস্যরা ট্রলারটি থামাতে বলেন। কিন্তু ইয়াবা পাচারকারীরা ট্রলার ফেলে অন্য আরেকটি ট্রলারে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। আবু জার আল জাহিদ আরো জানান, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ১৭ কোটি ৪০ লাখ টাকা। এসব ইয়াবা ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব ইয়াবা ধ্বংস করা হবে বলে জানান তিনি।