স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনে শ্রদ্ধা জানাতে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকাল ৯টায় একটি বিশেষ হেলিকপ্টারে করে গোপালগঞ্জে যাবেন তারা। সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তারা। এছাড়াও বাদ জুম্মা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী সহকারীর স্বাক্ষরিত এক চিঠিতে গোপালগঞ্জ জেলা প্রশাসককে বলা হয়েছে, আজ সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে তার বাবার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন।
প্রধানন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় ওইদিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বঙ্গবন্ধু কন্যা।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।