রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > টিভি সিরিয়ালের বিরুদ্ধে বিক্ষোভ

টিভি সিরিয়ালের বিরুদ্ধে বিক্ষোভ

শেয়ার করুন

বাংরাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের জনপ্রিয় চ্যানেল জি টিভিতে সম্প্রচারিত ‘জোধা-আকবর’ সিরিয়ালের বিরুদ্ধে দেশটির চন্ডীগড়ে বিক্ষোভ করেছে রাজপুত সম্প্রদায়ের লোকজন। প্রতিবাদ সংঘর্ষে রূপ নিলে পুলিশ জলকামান ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এনডিটিভির খবরে বলা হয়, বিােভে অংশ নেওয়া রাজপুতদের সংগঠনগুলো ‘জোধা-আকবর’ সিরিয়ালে তাদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করে। তারা অভিযোগ করে, প্রযোজক ঐতিহাসিক ঘটনাগুলো বিকৃত করেছেন।

বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় টেলিসিরিজ ‘জোধা-আকবর’ গত ১৮ জুন থেকে জি টিভিতে প্রচার শুরু হয়েছে। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রজত টোকাস ও পরিধি শর্মা।

এদিকে রাজপুত সম্প্রদায়ের বিক্ষোভ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি জি টিভি কিংবা ওই সিরিয়ালের প্রযোজক প্রতিষ্ঠান।