শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ এগিয়ে: স্বাস্থ্যমন্ত্রী

টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ এগিয়ে: স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: টিকাদান কর্মসূচীতে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এগিয়ে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
এসময় তিনি বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে শতভাগ সাফল্য অর্জনের জন্য গ্যাভি’র সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্মেলনে বক্তারা বলেন, এ অঞ্চলে টিকাদান কর্মসূচিতে যে সাফল্য অর্জিত হয়েছে, তা বাকি দেশগুলোর জন্য অনুসরণীয়।
মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে বিভিন্ন বাধা অতিক্রম করে বর্তমানে ৮২ শতাংশ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে। যা এক বিরাট সাফল্য। সেই সঙ্গে এ অঞ্চলে সর্বাধিক।
তিনি বলেন, আমাদের এ কর্মসূচির সাফল্যের কারণে সহস্রাব্দের এমডিজি-৪ অর্জন করে যে শিশু মৃত্যু হ্রাসের লক্ষ্য ছিল, সেটিও অর্জিত হয়েছে।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক