শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > টিআইবি’র প্রতিবেদন গভীর ষড়যন্ত্র

টিআইবি’র প্রতিবেদন গভীর ষড়যন্ত্র

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরেই দলের শীর্ষ নেতাদের সঙ্গে টিআইবির প্রতিবেদন, গাজীপুর নির্বাচনে পরাজয় ও দলের সর্বশেষ অবস্থা নিয়ে বৈঠকে বসেন তিনি।

বুধবার রাতে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, সাহারা খাতুন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

অনির্ধারিত এ বৈঠকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি টিআইবির প্রতিবেদন, গাজীপুর নির্বাচনে পরাজয়সহ দলের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।

বৈঠক সূত্রে জানা যায়, টিআইবি’র প্রতিবেদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টিআইবি’র প্রতিবেদন একটি গভীর ষড়যন্ত্র। ২০০১ সালের নির্বাচনের আগেও এ রকম ষড়যন্ত্র হয়েছে। সরকার ও প্রশাসনকে বির্তকিত করতেই এ ষড়যন্ত্র।

তিনি বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। সঠিকভাবে এর মোকাবেলা করতে হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বলেন, গাজীপুরে আমাদের প্রার্থী আজমত উল্লাহ যোগ্য হওয়া সত্ত্বেও হেরে গেছেন। গাজীপুরের নির্বাচনে মানুষ সরকারের বিরুদ্ধে রায় দেয়নি। মানুষ বিভিন্ন অপপ্রচারে বিভ্রান্ত হয়েছে।

হেফাজত প্রসঙ্গে তিনি বলেন, হেফাজত কিসের ধর্মকে হেফাজত করবে। তারা ধর্মকে হেফাজত করতে চাইলে কিভাবে মান্নানের মত একজন দ‍ুর্নীতিবাজকে সমর্থন করে। যার বিরুদ্ধে হজের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

হেফাজতের অপপ্রচার ও ধর্মের অপব্যবহার বিষয়ে জনগণকে সচেতন করতে সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামীতে মিথ্যাচার ও ধর্মীয় প্রপাগান্ডার মাধ্যমে সাধারণ কেউ বিভ্রান্ত করতে না পারে সে জন্য সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন তিনি।