শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > টানা চারবার ওয়েলস বর্ষসেরা বেল

টানা চারবার ওয়েলস বর্ষসেরা বেল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ওয়েলসের বর্ষসেরা অ্যাওয়ার্ডে আধিপত্য ধরে রাখলেন গ্যারেথ বেল। এ নিয়ে টানা চারবার সেরার আসনে বসলেন ২৭ বছর বয়সী এ উইঙ্গার। গত সাত বছরের মধ্যে ষষ্ঠবারের মতো এমন মযার্দাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।

ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস’র (এফএডব্লু) জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেলের হাতে ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ ট্রফি তুলে দেওয়া হয়। ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোয় ওয়েলসকে প্রথমবারের মতো সেমিফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। তার আগে ক্লাবের জার্সিতে দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৪ ম্যাচ খেলেছেন বেল। প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২৫ বার। আর মাত্র ১০টি গোল করলেই সাবেক তারকা স্ট্রাইকার ইয়ান রাশকে (৭৩ ম্যাচে ২৮) ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন।

স্টোক সিটি মিডফিল্ডার জো অ্যালেন দু’টি পুরস্কার জিতেছেন- ‘প্লেয়ারস’ ও ‘ফ্যানস’ প্লেয়ার অব দ্য ইয়ার। যিনি ২০১২ সালে বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন। সেরা তরুণ খেলোয়াড় ইংলিশ ক্লাব এক্সটার সিটির হয়ে খেলা ১৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ইথান আম্পাদু।